ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ইটভাটায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
মাগুরায় ইটভাটায় জরিমানা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: অবৈধ ইটভাটা ও স’মিলে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার(১৪ নভেম্বর) বিকেলে মাগুরা সদরের মীরপাড়া ও ধলহরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মা।



মাগুরা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেবশর্মা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে  মীরপাড়া এলাকায় রাস্তার ওপর কাঠের গুঁড়ি ফেলে রেখে অবৈধ করাতকল পরিচালনা করার দায়ে বিশারত আলীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পার্শ্ববর্তী ধলহরা এলাকায় রিয়াজুল ইসলামের অবৈধ চিমনির ইটভাটায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
পিসি/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।