ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শেষ হলো শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
শেষ হলো শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

ঢাকা: ‘ভিটামিন-এ খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান’- স্লোগানে সারা দেশের মতো ঢাকায় পালিত হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন-২০১৫ (২য় ধাপ)।
 
শনিবার (১৪ নভেম্বর) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ঢাকা নগরীকে দশটি জোনে ভাগ করে সকাল ৮টা থেকে শুরু হয়ে এ কার্যক্রম শেষ হয়েছে বিকেল ৪টায়।


 
সরেজমিনে ঢাকা জোন-১‘র পাঁচটি ক্যাম্প ঘুরে জানা যায়, সকাল ৯টার পর থেকে দুপুর ১টা পর্যন্ত চাপ ছিল শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর। তবে দুপুর ২টার পর থেকে কিছুটা চাপ কমে আসে।
 
৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

২য় ধাপে, সারাদেশে দুই কোটি ১৪ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ বছর মে মাসে প্রথম ধাপে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
 
ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুকে রাতকানা রোগসহ বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করা যায়। এটি শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব থেকেও রক্ষা করে।

স্বাস্থ্য মন্ত্রণালয় বছরে দু’বার দেশব্যাপী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি পালন করে থাকে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা নভেম্বর ১৪, ২০১৫
এফবি/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।