ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মোমবাতি জ্বালিয়ে ফ্রান্সে হতাহতদের জন্য সহমর্মিতা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
মোমবাতি জ্বালিয়ে ফ্রান্সে হতাহতদের জন্য সহমর্মিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শাশ্বত-শান্তির প্রতীক মোমবাতি জ্বালিয়ে ফ্রান্সে সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে ‘অ্যালায়েন্স ফর রেসিস্ট কম্যুনাল টেরিরিজম’ নামের একটি সংগঠন।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে মোমবাতি প্রজ্জলনের সূচনা করেন বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আবেদ খান।



মোমবাতি প্রজ্জলনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে আবেদ খান বলেন, এ জঘন্য কাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

তিনি বলেন, দেশে দেশে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠছে। তারা সাধারণ মানুষকে হত্যা করে আনন্দ পায়। বাংলাদেশেও তারা থাবা দিতে চায়। কিন্তু সরকার ও দেশের মানুষ সজাগ। তাদের দুরভিসন্ধি বাংলাদেশে কখনোই বাস্তবায়িত হবে না।

মোমবাতি প্রজ্জলনকালে সেখানে উপস্থিত ছিলেন মনোরঞ্জন ঘোষালসহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।