ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে উন্নয়ন বোর্ডের শিক্ষা বৃত্তি বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
রাঙামাটিতে উন্নয়ন বোর্ডের শিক্ষা বৃত্তি বিতরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটিতে মেধাবী, অসচ্ছল ও অনগ্রসর ছাত্রছাত্রীদের মাঝে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড শিক্ষা বৃত্তি ২০১৪ ২০১৫ বিতরণ করা হয়েছে।

শনিবার(১৪ নভেম্বর)দুপুরে রাঙামাটিতে এ শিক্ষা বৃত্তি বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর।



পার্বত্য মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামসুজ্জামান, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ ও রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফীন প্রমুখ।

শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে রাঙামাটি জেলার বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ১ হাজার ৩৪ জনকে  বৃত্তির চেক দেওয়া হয়।

এর আগে প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মকর্তা কর্মচারীদের জন্য নিজস্ব বাস সার্ভিসের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।