ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কাউখালীতে অপহৃত স্কুলছাত্রী যশোরে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
কাউখালীতে অপহৃত স্কুলছাত্রী যশোরে উদ্ধার

পিরোজপুর: পিরোজপুরের কাউখালী থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে চার দিন পর যশোরের কেশবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।  
 
শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজিম সরদার (২৪) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।  
 
পুলিশ জানায়, মঙ্গলবার (১০ নভেম্বর) বাড়ি থেকে বের হয়ে পাশের গ্রামের চাচা বাড়িতে যাবার পথে পিরোজপুর সদরের বরকত সরদারের ছেলে আজিম সরদারসহ চারজন দু’টি মোটরসাইকেলে এসে তাকে তুলে নিয়ে যায়। পর দিন সকালে আসামিরা ওই ছাত্রীর প্রবাসী বাবার কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
 
এ ঘটনায় অপহৃত স্কুলছাত্রীর মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে কাউখালী থানায় অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। পুলিশ মোবাইল ট্র্যাকিং করে শনিবার যশোরের কেশবপুর উপজেলার কলেজ এলাকা থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করে। এ সময়  অপহরণকারী আজিম সরদারকে গ্রেফতার করা হয়।
 
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন স্কুলছাত্রী উদ্ধার ও একজন গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।