ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে সুফিয়া কামাল ফেলো সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
ঠাকুরগাঁওয়ে সুফিয়া কামাল ফেলো সম্মেলন অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় সুফিয়া কামাল ফেলো ও ঠাকুরগাঁও এনজিও সেল’র আয়োজনে অনুষ্ঠিত হলো সুফিয়া কামাল ফেলো সম্মেলন-২০১৫।

শনিবার(১৪ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমি হলরুমে দিনব্যাপী এ সম্মেলনে মনোয়ারা বেগম লিলি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহার, জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলী খান প্রমুখ। সম্মেলনে সার্বিক সহযোগিতায় ছিলেন স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট ঢাকা।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।