ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
ধানমন্ডিতে বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে বাসের ধাক্কায় ইমাম হোসেন (২৫) নামে এক মোটরসাইলেক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই বাস ও চালককে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।



নিহত ইমাম হোসেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাকের বিবিএ’র ছাত্র। তিনি ধানমন্ডির ১ নম্বর রোডের একটি বাড়িতে বসবাস করতেন। শনিবার (১৪ নভেম্বর) রাতে স্থানীয় বাংলাদেশ মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল হক বাংলানি‌উজকে জানান, ঘাতক বাস চালক ও বাসটি আটক করা হয়েছে।

ঘটনার পর গুরুতর অবস্থায় ইমামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ইমাম হোসেনের বাবা হাজি শফিউল্লাহ ঢামেকে আসেন মরদেহ নিতে।

বাংলাদেশ সময়: ০৪১৩ ঘণ্টা, ১৫ নভেম্বর ২০১৫
এজেডএস/এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।