ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় বাসচাপায় এক নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
মঠবাড়িয়ায় বাসচাপায় এক নারী নিহত ছবি: প্রতীকী

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে যাত্রীবাহী বাসচাপায় রূপালি রানী (৪২) নামে এক নারী মারা গেছেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টায় মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের কবুতরখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



রূপালি বাগেরহাটের ফকিরহাট উপজেলার কালাইপুর গ্রামের কানাই দাসের স্ত্রী।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রূপালি সকালে বাগেরহাট থেকে মঠবাড়িয়া উপজেলার কবুতরখালী গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিল। মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের কবুতরখালী এলাকায় অটোরিকশা থেকে নামার পর পেছন থেকে যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান।

মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক (এসআই) মহিবুল্লাহ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।