ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে হেরোইনসহ ৪ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
মানিকগঞ্জে হেরোইনসহ ৪ যুবক আটক ছবি : প্রতীকী

মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়া থেকে একশ’ পুরিয়া হেরোইনসহ চার যুবককে আটক করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন- পশ্চিম দাশড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে সুজন মিয়া (৩৫), আব্দুর রাজ্জাকের ছেলে আলামিন হোসেন (২২), মৃত মাইনুদ্দিন মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) ও রাজবাড়ীর পাংশার বড় বনগ্রাম এলাকার আশরাফুল বিশ্বাসের ছেলে তরুণ বিশ্বাস (১৮)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে পশ্চিম দাশড়া এলাকায় সুজন মিয়া তার তিন মাদক ব্যবসায়ী বন্ধুদের নিয়ে হেরোইনের পুরিয়া বানাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। পরে পুলিশ তাদের কাছ থেকে একশ’ পুরিয়া হেরোইন উদ্ধার করে।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।