ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ছোটন হত্যাকারীদের ফাঁসি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
সিলেটে ছোটন হত্যাকারীদের ফাঁসি দাবি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে কলেজ শিক্ষার্থী শামীম আহমদ ছোটনের (২৪) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মদনমোহন কলেজের শিক্ষার্থীরা।

রোববার (১৫ নভেম্বর) সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



মানববন্ধনে বক্তারা জানান, সিলেট এমসি কলেজের বিএ প্রথমবর্ষের শিক্ষার্থী মুক্তিযোদ্ধা সমর আলীর ছেলে শামীম আহমদ ছোটনকে নৃশংসভাবে হত্যা করা হয়। কিন্তু ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার করা হয়নি।

হত্যার সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করে তাদের দ্রুত ফাঁসির দাবি জানান তারা।

এ সময় সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর সিকন্দর আলী ও নিহত ছোটনের স্বজন ও কলেজ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

গত ৩০ অক্টোবর সকাল ১১টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে পাথর কোয়ারি নিয়ে সংঘর্ষে নিহত হন শামীম আহমদ ছোটন। নিহত ছোটন স্থানীয় কলাবড়ি গ্রামের মুক্তিযোদ্ধা সমর আলীর ছেলে। ওই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এনইউ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।