ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় শিপন মিয়া (১৫) এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার বেতবাড়িয়া এলাকায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা পথে চলাচলকারী উত্তরা পরিবহনের একটি বাসচাপায় ঘটনাস্থলেই কিশোরটি মারা যায়।



নিহত শিপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরের আবুল খায়েরের ছেলে।

সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন বাংলানিউজকে জানান, সড়ক পার হওয়ার সময় ঢাকার দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী উত্তরা পরিবহনের বাসটি শিপনকে চাপা দিলে মাথা থেতলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পরপর বাসের চালক ও সহযোগীরা পালিয়ে যায়।

এসআই আরো জানান, পরে বাসটি আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫/আপডেটেড: ২০৫০
এসএইচ/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।