ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় নিখোঁজ শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
বগুড়ায় নিখোঁজ শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়ার সদর উপজেলার বারপুর মধ্যপাড়া থেকে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর রিপন (১২) নামে এক শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চাঁদপুর গ্রামের একটি জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু রিপন বারপুর মধ্যপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে রিপন নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজ করার পরেও তার সন্ধান পায়নি।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে চাঁদপুর গ্রামের একটি জঙ্গলে স্থানীয় কয়েকজন কাঠুরে গাছ কাটতে যায়। একপর্যায়ে তারা রিপনের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সদর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে পাঠায়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী বাংলানিউজকে বলেন, নিখোঁজ হওয়ার দিনগত রাতেই শিশু রিপনকে হত্যা করে মরদেহ জঙ্গলে ফেলে রাখা হয়েছে বলে আমরা ধারণা করছি।

তিনি বলেন, মরদেহ জঙ্গলে পড়ে থাকায় শিয়াল বা অন্য কোনো প্রাণী মরদেহের বিভিন্ন স্থান থেকে মাংস খেয়ে ফেলেছে।
 
তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই কেবল মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান আসলাম আলী।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এমবিএইচ/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।