ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ফায়ার সার্ভিস সপ্তাহের সভা ও মহড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
বগুড়ায় ফায়ার সার্ভিস সপ্তাহের সভা ও মহড়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৫ উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা এবং মহড়া অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী শহরের ঠনঠনিয়ায় অবিস্থত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়।


 
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উপ-পরিচালক আব্দুল হামিদের সভাপতিত্বে ও ওয়ার হাউজ পরিদর্শক বজলুর রশীদের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বগুড়া জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন। বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সিনিয়র স্টেশন কর্মকর্তা রফিকুজ্জামান প্রমুখ।
 
এরপর বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা মহড়া প্রদর্শন করেন।
 
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এমবিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।