ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘নূর হোসেনকে রিমান্ডে না নেওয়ায় হতবাক হয়েছি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
‘নূর হোসেনকে রিমান্ডে না নেওয়ায় হতবাক হয়েছি’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনার পর রিমান্ডে না নেওয়ায় দেশবাসীর মতো আমিও হতবাক হয়েছি।

রোববার(১৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘সবার জন্য মানবাধিকার’: প্রসঙ্গ অস্পৃশ্যতা শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

 

ড. মিজান বলেন, নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র(চার্জশিট) হয়ে গেছে, তাই তাকে রিমান্ডে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই বক্তব্য কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। এতে করে নতুন প্রশ্ন উঠতে পারে।

আর এ কারণেই তাকে নতুন করে রিমান্ডে নেওয়ার দাবি জানান ড. মিজানুর রহমান।

এর আগে অধ্যাপক ড. মিজানুর রহমান ‘সবার জন্য মানবাধিকার’: প্রসঙ্গ অস্পৃশ্যতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন- লেখক সাহিত্যিক সেলিনা হোসেন, পুলিশ সুপার রশীদুল হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আনজুমান আরা।

সেমিনারে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।