ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মানবতাবিরোধী অপরাধ

ইউনুছ-উজায়েরকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
ইউনুছ-উজায়েরকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মানবতাবিরোধী অপরাধ মামলার দুই আসামি মৌলভীবাজারের রাজনগরের ইউনুছ আহমদ ও উজায়ের আহমদ চৌধুরীকে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রোববার (১৫ নভেম্বর) তদন্তের স্বার্থে ইউনুছ ও উজায়েরকে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান প্রসিকিউটর মোহাম্মদ আলী।

আগামী ১৮ অথবা ১৯ নভেম্বর জিজ্ঞাসাবাদের অনুমতি দেন চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
 
ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পর গত ১৩ নভেম্বর রাতে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের ইউনুছ আহমদ ও একই ইউনিয়নের গয়াসপুর গ্রামের উজায়ের আহমদ চৌধুরীকে। পরদিন

এ দু’জনের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় রাজনগর উপজেলার পাঁচগাঁও, খলাগ্রামসহ বিভিন্ন এলাকায় গণহত্যা, হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এমএইচপি/এএসআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।