ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে গৃহবধূ মৌ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
রাজশাহীতে গৃহবধূ মৌ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে গৃহবধূ মেহতাজ পারভীন মৌ হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে আইন সহায়তা কেন্দ্র (আসক)।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন করা হয়।


 
মানববন্ধন চলাকালে আসক বিভাগীয় জোনাল সভাপতি খন্দকার শামীম আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আসকের তদন্ত কর্মকর্তা ইমরান আলী, প্রধান উপদেষ্টা হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, মহিলা পরিষদের জেলা সম্পাদক কল্পনা রায়, মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী প্রমুখ।
 
আরও বক্তব্য রাখেন- এলিজ্যাবল ইয়ুথ ফর ইভোলিউশন’র (আই) সভাপতি গোলাম নবী রনি, সাধারণ সম্পাদক আরাবিউন হোসেন রুমু, মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার খালেক খান, মানবাধিকার কর্মী এস এম পিংক প্রমুখ।

এ সময় নিহত মৌয়ের মা মলি বেগম ও ছোট ভাই মাহিন হোসেন মৌয়ের স্বামী কাজী আনোয়ারুল ইসলাম রঞ্জুর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ১০ নভেম্বর মহানগরীর উপশহর এলাকায় গৃহবধূ মৌকে যৌতুকের জন্য নির্যাতন করে হত্যা করা হয়। ঘটনার পর তার স্বামী আনোয়ারুল ইসলাম রঞ্জুকে আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।