ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী

প্রশ্নফাঁসের নামে প্রতারণায় সজাগ থাকার আহবান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
প্রশ্নফাঁসের নামে প্রতারণায় সজাগ থাকার আহবান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান

ঢাকা: প্রশ্নপত্র ফাঁসের নামে অশুভ চক্র বা গোষ্ঠীর প্রতারণার বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।



মন্ত্রী জানান, এবার প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে মোট পরীক্ষার্থী ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন। সমাপনী পরীক্ষা-২০১৫ শুরু হবে ২২ নভেম্বর, শেষ ২৯ নভেম্বর।

মোস্তাফিজুর রহমান বলেন, প্রশ্নপত্র ফাঁসের নামে যে সব অশুভ চক্র বা গোষ্ঠী প্রতারণা করে, তাদের সম্পর্কে সজাগ থাকবেন। বিগত বছরের মতো এবারও সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকরা সবচেয়ে বড় এ পাবলিক পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করবেন। তাদের মধ্যে কারও দায়িত্বে অবহেলা ও অনিয়মের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নিতে কোনো প্রকার শৈথিল্য দেখানো হবে না।  

এবার প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ৭ম বারের মতো অনুষ্ঠেয় এ পরীক্ষায় ছাত্রের তুলনায় ২ লাখ ৩৫ হাজার ৯৫৩ জন বেশি ছাত্রী রয়েছে।

মোস্তাফিজুর রহমান জানান, গতবারের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে এক লাখ ৯৮ হাজার। গত বছর মোট পরীক্ষার্থী ছিল ৩০ লাখ ৯৫ হাজার ৩২১ জন।
‘এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন পঞ্চম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী অংশ নেবে, যার মধ্যে ছাত্র সংখ্যা ১৩ লাখ ৫৬ হাজার ৫৫৫ জন এবং ছাত্রী সংখ্যা ১৫ লাখ ৯২ হাজার ৫০৮ জন। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৫ হাজার ৪শ ৫১ জন পরীক্ষার্থী অংশ নেবে, যার মধ্যে ছাত্র সংখ্যা এক লাখ ৬০ হাজার ৫৬১ জন এবং ছাত্রী সংখ্যা এক লাখ ৪৪ হাজার ৮৯০ জন’ জানান তিনি।

মন্ত্রী বলেন, সারাদেশে ৭ হাজার ৫২টি কেন্দ্রে এবার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাছাড়া, প্রাথমিক সমাপনীর জন্য দেশের বাইরে রয়েছে ৮টি। মোট ৬টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দেশের ৬৪ জেলাকে ৮টি গ্রুপে ভাগ করে প্রশ্নপত্র বিতরণ হয়েছে বলে জানান তিনি।   মন্ত্রী বলেন, ৩৭৬টি কেন্দ্র দুর্গম এলাকায়, সেগুলোতেও বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে।

পরীক্ষা উপলক্ষে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে বলেও জানান তিনি, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর- ৯৫১৫৯৭৭ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নম্বর- ৫৫০৭৪৯৩৯। ’

যুদ্ধাপরাধীদের বিচার, মামলার রায় বা এ সংশ্লিষ্ট কোনো ঘটনা পরীক্ষায় প্রভাব ফেলবে না বলেও এক প্রশ্নের জবাবে জানান মন্ত্রী।

পরীক্ষা উপলক্ষে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর হোসেন, অতিরিক্ত সচিব ড. মো. মজিবুর রহমান হাওলাদার প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসকেএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।