ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ১০ গুণী ব্যক্তিকে সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
বরিশালে ১০ গুণী ব্যক্তিকে সম্মাননা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: সাংস্কৃতিক ক্ষেত্রে অনন্য অবদান রাখায় বরিশালে ১০ গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে ২০১৪ ও ২০১৫ সালে ৫ জন করে মোট ১০ জনকে ‍এ সম্মাননা দেওয়া হয়।



এ উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরিশালের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. গাউস। বিশেষ অতিথি ছিলেন নিখিল সেন ও এস এম ইকবাল।

জেলা কালচারাল অফিসার মো. হাসানুর রশীদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী হোসনেয়ারা বেগম, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শান্তি দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল প্রমুখ।

২০১৪ সালের সম্মাননাপ্রাপ্তরা হলেন, সংগীতশিল্পী সুকুমার সরকার, নৃত্যশিল্পী অঞ্জনা রায় জবা, আবৃত্তিশিল্পী মীর মুজতবা আলী, নাট্যশিল্পী হাবিবুল হক পলু ও যাত্রাশিল্পী শাসছুর নাহার বেগম  (বেলা খান)।

২০১৫ সালের সম্মাননাপ্রাপ্তরা হলেন, সংগীতশিল্পী প্রাণ কৃষ্ণ পাল, নাট্যশিল্পী জ্যোতি প্রকাশ রায়, নৃত্যশিল্পী মতিলাল বড়াল, যাত্রাশিল্পী রবীন্দ্র নাথ হালদার ও  যন্ত্রশিল্পী গণেশ চন্দ্র রায়।

অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে গুণীজনদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। পরে তাদের প্রত্যেককে সনদ, ক্রেস্ট ও ১০ হাজার টাকার চেক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।