ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হংকংয়ে অর্থপাচার

হ্যান্ডি’র মালিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
হ্যান্ডি’র মালিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

ঢাকা: হংকংয়ে প্রায় সাড়ে ৩৫ হাজার মার্কিন ডলার বাংলাদেশ থেকে পাচারের অভিযোগে হ্যান্ডি ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠানটির কর্ণধার খালেদ সাইফুলের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ নভেম্বর) কমিশনের বৈঠকে মামলার অনুমোদন দেওয়া হয়।



অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে দুদকের অনুসন্ধান সূত্র জানায়, শিগগিরই দুদকের উপ-পরিচালক ঋত্বিক সাহা রাজধানীর বংশাল থানায় মামলা দায়ের করবেন।

সূত্র জানায়, হ্যান্ডি ইন্টারন্যাশনালের কার্যালয় রাজধানীর আরামবাগে। টেলিভিশনে যন্ত্রপাতি ক্রয়ের বিপরীতে প্রতিষ্ঠানটির মালিক খালেদ সাইফুল হংকংয়ের লিংক এন্টারপ্রাইজের কাছ থেকে মালামাল ক্রয় করে থাকেন। পণ্যের মূল্যের চাইতে বেশি অর্থ (ওভার ইন ভয়েসিং) হংকংয়ে পাঠালে তা দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে। প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হলে মামলার অনুমোদন দেয় কমিশন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘন্টা, নভেম্বর ১৮, ২০১৫
এডিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।