ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পরীক্ষা দিয়ে ফেরার পথে ১২ জেএসসি পরীক্ষার্থী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
পরীক্ষা দিয়ে ফেরার পথে ১২ জেএসসি পরীক্ষার্থী আহত

বরিশাল: জেএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে ঝালকাঠি উপজেলার বিনয়কাঠী এলাকায় সড়ক দুর্ঘটনায় ১২ পরীক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে ৭ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



বুধবার (১৮ নভেম্বর) দুুপুর আড়াইটার দিকে বিনয়কাঠীর মাঝিবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা সবাই জিএসইউ মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী ছিলো বলে জানিয়েছে স্কুলের সিনিয়র শিক্ষক নাছির উদ্দিন মিয়া।

তিনি বাংলানিউজকে জানান, এসব পরীক্ষার্থীরা সুগন্দিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে টমটমে চরে বিনয়কাঠীতে আসছিলো। পথিমধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে টমটমটি উল্টে যায়। এতে ১২ শিক্ষার্থী আহত হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত পরীক্ষার্থীরা হলেন, মুবিন, মিতু, তাওহীদ, সাথী, সূজন, ফাহিমা ও লিমা। বাকী প্রায় ৬/৭ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওই শিক্ষক।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুম মোল্লাও বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।