ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জামায়াতের হরতাল প্রতিহত করবে গণজাগরণ মঞ্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
জামায়াতের হরতাল প্রতিহত করবে গণজাগরণ মঞ্চ ছবি : সোহাগ / বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার জানিয়েছেন, জামায়াতের ডাকা হরতাল প্রতিহত করবে গণজাগরণ মঞ্চ। এজন্য বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল দশটা থেকেই শাহবাগে অবস্থান নেবেন তারা।



জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করার জন্য দেশবাসীর প্রতিও আহবান জানান ইমরান।

বুধবার (১৮ নভেম্বর) জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর ফাঁসি বহাল থাকায় বিকেলে আনন্দ মিছিল করে গণজাগরণ মঞ্চ।

মিছিল শেষে ইমরান আরও বলেন, জামায়াত-শিবির বাংলাদেশকে সাপের মতো ছোবল মারার জন্য বসে আছে। সব সময় যুদ্ধাপরাধীদের বাঁচাতে অর্থের মাধ্যমে দেশ-বিদেশে লবিং করে থাকে। ‍ জামায়াতকে প্রতিহত করতে হবে এবং তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

সর্বোচ্চ আদালত রিভিউ খারিজ করে ফাঁসি বহাল রাখায় সন্তোষ প্রকাশ করে ইমরান জানান, এ রায় দ্রুত কার্যকর করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এইচআর/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।