ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিলুপ্ত ছিটের সন্ত্রাসী তালিকা চান প্রধানমন্ত্রী

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
বিলুপ্ত ছিটের সন্ত্রাসী তালিকা চান প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ ভবন থেকে: বিলুপ্ত ছিটমহলের সন্ত্রাসী, দুর্বৃত্তদের তথ্য ও তালিকা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের উদ্দেশে তিনি বলেন, তথ্য দেন, তালিকা দেন কোথায় গেছে সন্ত্রাসী-দুর্বৃত্তরা।



এর আগে সংসদে সম্পূরক প্রশ্নে রওশন এরশাদ জানতে চান, বিলুপ্ত ছিটমহলে সন্ত্রাসী, দুর্বৃত্তরা আশ্রয় নিতো, সেখানে তারা ছিল। ছিটমহল বিলুপ্তির পর তারা এখন কোথায় গেলো? কী অবস্থায় আছে, এর জাবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
 
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন-উত্তরকালে সংসদ নেতা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
 
প্রধানমন্ত্রী বলেন, উনি একটি শঙ্কা প্রকাশ করেছেন। দুর্বৃত্তরা কোথায় গেলো? সেই উত্তর এই মুহুর্তে আমি দিতে পারছি না। উনার কাছে যদি কোনো তালিকা থাকে তাহলে আমাকে দিলে আমি ব্যবস্থা নিতে পারবো। আমরা ছিটমহলবাসীকে বিচ্ছন্ন করে রাখতে চাই না, মূল ভূখণ্ডের অংশ হিসেবেই রাখতে চাই। ছিটমহলবাসীর নিরাপত্তা ব্যবস্থা আমরা করবো।
 
সংসদে প্রধানমন্ত্রীর দীর্ঘ প্রশ্ন-উত্তরে পঠিত বলে গণ্য করা যায় কিনা? এমনটা করতে পারলে আমরা অনেকেই সম্পূরক প্রশ্ন করার সুযোগ পাবো। বিষয়টি প্রধানমন্ত্রী ভেবে দেখবেন একটু।
 
এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, এখানে আমি যে দীর্ঘ প্রশ্নের উত্তর দেই, আমার ছাত্র জীবনেও আমি এতো পড়িনি। স্কুলের পর আর এতো বেশি পড়া হয়নি, তবে বই পড়ি। তারপরও আমি বলছি- এই কারণে সংসদে দীর্ঘ উত্তর দেই যাতে দেশবাসী এবং এই সংসদ জানতে পারে আমরা মানুষের কল্যাণে কি কাজ করছি। তাই পঠিত না করে প্রশ্ন-উত্তরগুলো সংসদে পড়ছি।
 
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসকে/এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।