ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরগঞ্জের আঠারবাড়ীকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
ঈশ্বরগঞ্জের আঠারবাড়ীকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পঞ্চম ইউনিয়ন হিসেবে এবার আঠারবাড়ীকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) স্থানীয় আঠারবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও নারী বিষয়ক অধিদফতর এক অনুষ্ঠানে এ ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করে।



স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের সভাপত্বিত্বে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম ভুঁইয়া মণি, নারী ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ, উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম, আঠারবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাম মো. আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে উপজেলার রাজীবপুর, উচাখিলা, তারুন্দিয়া ও সরিষা ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। এবার আঠারবাড়ী ইউনিয়নকেও বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হলো।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।