ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ছোট ভাইকে খুনের দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
বগুড়ায় ছোট ভাইকে খুনের দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

বগুড়া: বগুড়া শিবগঞ্জ উপজেলায় ছোট ভাইকে খুনের দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডদেশ দেওয়া হয়।


 
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন।
 
দণ্ডাদেশপ্রাপ্ত আসামি মজিবর রহমান (৪০) শিবগঞ্জ উপজেলার নাটমরিচাই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
 
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট (এপিপি) নাসিমুল ইসলাম ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকটে জাহিদুল ইসলাম।
 
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট (এপিপি) নাসিমুল ইসলাম জানান, ২০১১ সালের ২৪ অক্টোবর পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাই মজিবর রহমান তার ছোট ভাই মতিয়ার রহমানকে (৩৮) খুন করেন।
 
ঘটনার পরদিন মতিয়ারের স্ত্রী সাহার বানু বাদী হয়ে মজিবরের নামে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে মজিবরকে অভিযুক্ত করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এমবিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।