ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
সিলেটে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকায় আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।

বুধবার (১৮ নভম্বর) বিকেলে নগরীর চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।



সমাবেশে বক্তারা ফাঁসির রায় বহাল থাকায় সন্তুষ্টি প্রকাশ করে রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

এছাড়া বক্তারা লেখক-ব্লগার-প্রকাশকদের হত্যা ও হামলায় জড়িতদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, প্রবীণ রাজনীতিবিদ বাদল কর, ডা. বীরেন্দ্র চন্দ্র দেব, যুব ইউনিয়নের সভাপতি ডিএইচ আবির, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, সংগঠক আব্দুল বাতেন, মারূফ অমিত, রেদোয়ান আহমদ, ছাত্র ইউনিয়ন, সিলেটের সভাপতি সহিদুজ্জামান পাপলু, সাংগঠনিক সম্পাদক দিপঙ্কর তালুকদার, রাকেশ রায়, নাট্যকর্মী হিতাংশু কর বাবু, মাহফুজুল হাসান তান্না, স্বপন বর্মন, রকিবুল ইসলাম রুমন, ধ্রুব জ্যোতি দে, কালাম আহমদ, সবুজ সনাতন পলাশ, সিলেট ছাত্রফ্রন্টের সভাপতি পাপ্পু চন্দ, ছাত্রমৈত্রীর সভাপতি স্বপন দাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এনইউ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।