ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গ্যাসের চুলার আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
রাজধানীতে গ্যাসের চুলার আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর দারুস সালাম লালকুটির এলাকায় গ্যাসের চুলার আগুনে স্বামী-স্ত্রী দু’জন দগ্ধ হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ৪টায় লালকুটির এলাকার (দ্বিতীয় কোলনি) ৫৫/এ/বি নম্বর বাসার পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।



প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, গ্যাসের চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূ হামিদা মজুমদার আঁখির (৪০) পরনের কাপড়ে আগুন লাগে। এ সময় আঁখির চিৎকারে তার স্বামী আব্দুল্লাহ আরিফ (৩৩) আগুন নেভাতে গেলে তার দু’হাত ঝলসে যায়।

পরে প্রতিবেশীরা ছুটে গিয়ে দু’জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান সংশ্লিষ্ট চিকিৎসকের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, অগ্নিদগ্ধ হামিদা মজুমদার আঁখির শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। দু’জনই ঢামেকের জরুরি বিভাগের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।