ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে সিলিন্ডার গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
না.গঞ্জে সিলিন্ডার গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ ৫ ছবি: দিপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নারায়ণগঞ্জে সিলিন্ডার গ্যাসের চুলার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জের নতুন কোর্ট তল্লা বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বড়বাড়ি এলাকার জাভেদ মিয়ার চারতলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া মনির হোসেনের ঘরের সিলিন্ডার গ্যাসের চুলাটি বিস্ফোরিত হয়।

এতে দগ্ধ হন, পোশাক শ্রমিক মিনারা বেগম (২৮) ও তার স্বামী মনির হসেন (৩৫), মিনারার ভাগিনা মো. রিপন (২৫), মিনারার ভাতিজা মো. আরিফ (১৬) এবং মিনারা বেগমের ৫ বছর বয়সী সন্তান মিনহাজ।

এদের মধ্যে মিনহাজ স্থানীয় হাসপাতালে এবং বাকি চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মিনারা বেগমের শরীরের ৪০ শতাংশ এবং তার স্বামী মনির হোসেনে শরীরের ২৩ শতাংশ পুড়ে গেছে বলে বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

দগ্ধ মিনারা বেগমের বোন রিনা বেগম বাংলানিউজকে জান‍ান, বেশ কয়েকদিন ধরেই চুলার চাবি নষ্ট ছিল। বাড়িওয়ালাকে বললেও তিনি তা কর্ণপাত করেননি। বৃহস্পতিবার সকালে চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫/আপডেট: ০৯১০ ঘণ্টা
এজেডএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।