ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লাল-সবুজের বাংলাদেশ

টিটু দাস, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
লাল-সবুজের বাংলাদেশ ছবি: লেখক

কিশোরগঞ্জ: চারদিকে সবুজ, মাঠজুড়ে ধানের জমি। সময়টা হেমন্তের মুগ্ধ বিকেলের।

রাস্তার পাশে চলছে গ্রামের শিশু-কিশোর ও তরুণদের আড্ডা। এদিকে, বিকেল আরও বাড়লো। এতে সঙ্গে সঙ্গে সূর্যাস্তের লাল রশ্নি ছড়িয়ে পড়তে শুরু করলো সবুজ ভূমিতে। এ দৃশ্য হঠাৎ দেখলে মনে হতে পারে সবুজের মধ্যে আগুনের খেলা!



কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দৃশ্য এটি। লাল সবুজের বাংলাদেশ, সবুজের মধ্যে লালের যে কী খেলা তাতো একেই বলে!



সরেজমিনে গ্রামের মানুষদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজিতপুরের দাসপাড়া ও পূর্ব দাসপাড়া দুই গ্রাম অবহেলিত এক জনপদ। দুই গ্রামে সব মিলিয়ে প্রায় ১৫শ’ লোকের বাস। দাসপাড়া গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও মাধ্যমিকটি যথেষ্ট দূরে। যাতায়াতে সমস্যা অনেক। কৃষিই এখানে মূল জীবিকার উৎস।



সর্ব-সাধারণের একদমই সাধারণ জীবন। সারাদিন কাজে-কর্ম ব্যস্ততা, আর বিকেলে আড্ডা জমানো। এই তো বিনোদন গ্রামের এই সরল-সোজা মানুষদের।



দাসপাড়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী লিটন বণিক বাংলানিউজকে বলেন, বিকেলের পরে সূর্যাস্তের দৃশ্য আমাদের মুগ্ধ করে। সময় পেলে মাছিমপুর দাসপাড়া সড়কে বসে আড্ডা দেই সবাই মিলে। রামলাল দাস মাছিমপুর দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, বিকেল হলেই দুই কিলোমিটার দূরবর্তী সরারচর বাজার থেকে অনেকেই হাঁটতে এবং সৌন্দর্য দেখতে চলে আসেন মাছিমপুর দাসপাড়া সড়কে।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।