ঢাকা: দেশের হোটেল খাতে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি প্রদান এবং মতিঝিলের ঘরোয়া হোটেলের শ্রমিক রিয়াদের হত্যাকারী সোহেলকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মিছিল-সমাবেশ করেছেন হোটেল শ্রমিকরা।
রোববার (২৯ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করেন তারা।
এর আগে একই দিন সকালে একটি মিছিল বের করেন হোটেল শ্রমিকরা। মিছিলটি রজধানীর পল্টন থেকে শুরু হয়ে হাইকোর্টের সামনে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন- হোটেল শ্রমিক সংগ্রাম পরিষদের সমন্বয়ক রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি শ্যামল কুমার ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক শাহজান কবির, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, সংগ্রাম পরিষদ নেতা আব্দুল খালেক, আখতারুজ্জামান খান, শ্রমিক ইউনিয়ন ঢাকা মহানগর কমিটির সভাপতি সোলেয়মান মল্লিক, সাধারণ সম্পাদক খোকন ঘোষ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসএস/এফবি/আরএইচএস/আরএম