গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় দুর্বৃত্তদের হামলায় রোজিনা আক্তার (৪০) নামে এক গৃহিনী নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন তার স্বামী আমান উল্লাহ সিদ্দিক (৪৮) ও ছেলে সুমন (২৩)।
হামলার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে কাপাসিয়ার চকবড়হর শেখ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কমপক্ষে ১০ জন মুখোশধারীর একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আমান উল্লাহর বাড়ির গেটের তালা কেটে ঘরে প্রবেশ করে। হামলাকারীরা রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে আমান উল্লাহকে। এ সময় তার স্ত্রী রোজিনা আক্তার এবং ছেলে সুমন বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তাদের কোপায় দুর্বৃত্তরা। আক্রান্তদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হওয়ার আগেই হামলাকারীরা স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বাংলানিউজকে বলেন, আহতদের উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রোজিনা আক্তারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আমান উল্লাহ সিদ্দিক ও তার ছেলে সুমনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে কাপাসিয়া উপজেলার পেচুরদিয়া এলাকার আলাউদ্দিনের মেয়ে শামীমা, তার মা ও তিন যুবককে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
এদিকে নিহতের মেয়ে শিখা জানান, আটক শামীমা লোক ভাড়া করে তার মাকে হত্যা করেছে।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরএইচএস/এমজেএফ