পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে গণডাকাতির ঘটনা ঘটেছে। এসময় জেলে বহরে হামলা চালিয়ে মুক্তিপণের দাবিতে ২২ ট্রলারসহ ৪২ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে দস্যুরা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডাকাতি চলছিল বলে খবর পাওয়া গেছে।
বরগুনা জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি গোলাম মোস্তফা বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।
অপহৃত ট্রলার ও জেলেদের মধ্যে এফবি মা ট্রলারের নবী হোসেন, সহিদ মিয়া ও কবির মিয়া, এফবি আবদুল্লাহ ট্রলারের তল্লাশি মাঝি, এফবি আরিফ ট্রলারের জাকির মাঝি, এফবি নিল সাগরের সামছুল হক, এফবি আনোয়ারার ইদ্রিস মাঝি ও এফবি জুলেখা ট্রলারের মহিবুল্লাহ মাঝির নাম জানা গেছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, বুধবার সকালে পাথরঘাটা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করছিলেন। এমন সময় প্রথমে এফবি মা ট্রলারে হামলা চালিয়ে নবী হোসেন, সহিদ মিয়া ও কবির মিয়াকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা। পরে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পৃথকভাবে হামলা চালিয়ে অন্তত ২২টি ট্রলারসহ ৪২ জেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা। দস্যুরা বিভিন্ন ট্রলার থেকে চাল-ডাল, মাছ ও জালসহ বিভিন্ন সামগ্রী নিয়ে লুটে নিচ্ছে বলেও জানা গেছে।
তিনি আরও জানান, ডাকাতির ঘটনা বুধবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ ও ৮, কোস্টগার্ড দক্ষিণ ও পশ্চিম জোন এবং খুলনার নৌবাহিনীকে জানানো হয়। রাতেই কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের সদস্যরা জাহাজ নিয়ে অভিযানে নেমেছে।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আবদুর রউফ বাংলানিউজকে বলেন, ডাকাতির খবর শুনে কোস্টগার্ডের পশ্চিম জোনসহ আমরা সাগরে অবস্থান করছি।
বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসআই