ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ওয়ারীতে দগ্ধ নারীর ঢামেক হাসপাতালে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
ওয়ারীতে দগ্ধ নারীর ঢামেক হাসপাতালে মৃত্যু ফাইল ফটো

ঢাকা: রাজধানীর ওয়ারীতে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হোসনে আরা (৪৮) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১৯ নভেম্বর) দিনগত রাতে তিনি মারা যান।



ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে জানান, গত শুক্রবার (১৩ নভেম্বর) ৪০ শতাংশ বার্ন নিয়ে হাসপাতালে ভর্তি হন হোসনে আরা।

ওই ঘটনায় স্বামী আলমগীর হোসেন (৬০) ও মেয়ে সামলীলা আলম ত্রপীও (১৯) অগ্নিদগ্ধ হন। ১৪ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলমগীর হোসেন। বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন ত্রপী।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এজেডএস/আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।