মাদারীপুর: ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলীয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
কুয়াশা কমে যাওয়ায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার পর ফেরি চলাচল শুরু হয়।
এ সময় যাত্রীসহ যানবাহন বোঝাই ৮টি ফেরি মাঝনদীতে নোঙর করে থাকে। ফেরি পারের অপেক্ষায় দুই পাড়ে ঘাট এলাকায় তিন শতাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে পড়ে। এর মধ্যে কাওড়াকান্দি ঘাটে একশ’ ট্রাকসহ দেড় শতাধিক যানবাহন আটকে থাকে। তবে সকাল সাড়ে ৯টার পর ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে দুই পাড়ের যানজট কমতে থাকে।
বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, শিমুলীয়া-কাওড়াকান্দি নৌরুটে বুধবার মধ্যরাত থেকে কুয়াশা বাড়তে থাকে। কুয়াশার তীব্রতা বেড়ে সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে ৮টি ফেরিসহ রুটের সব ফেরি ঘাটে নোঙর করে রাখা হয়।
ফেরিগুলোতে অন্তত ২ সহস্রাধিক যাত্রীসহ উভয় পাড়ে কয়েক হাজার যাত্রী ও শ্রমিক আটকে ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৯ টায় ফেরি চলাচল শুরু হয়।
ঘাটে দায়িত্বরত বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ম্যানেজার আবদুল বাতেন জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া যানবাহন আগে ফেরি পারের ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরএ