ঢাকা: মাল্টায় এ বছরের কমনওয়েলথ সম্মেলনে যাওয়ার কর্মসূচি বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৫-২৯ নভেম্বর ওই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগেই প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বৃহস্পতিবারে মন্ত্রণালয়ের নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করা হয়।
তবে কী কারণে প্রধানমন্ত্রী তার এই সফর বাতিল করলেন তা প্রাথমিকভাবে জানা যায়নি। বলা হয়েছে, অনিবার্য কারণবশতঃ এই সফর বাতিল করা হয়েছে।
ধারনা করা হচ্ছে, প্যারিসে হামলার জেরে সার্বিক নিরাপত্তা ইস্যুতেই এই সফর বাতিল করা হলো।
এর আগে গত ১৬-১৯ নভেম্বরের প্যারিস সফরও বাতিল করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সফরে ইউনেস্কোর বার্ষিক সম্মেলন কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিলো প্রধানমন্ত্রীর।
বিস্তারিত আসছে....
বাংলাদেশ সময় ১১১৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এমএমকে/