ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জানুয়ারিতে চার দেশে যান চলাচল শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
জানুয়ারিতে চার দেশে যান চলাচল শুরু

ঢাকা: আগামী বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) চার দেশের মধ্যে যাত্রীবাহী, পণ্যবাহী ও ব্যক্তিগত যান চলাচল শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সচিবালয়ে সড়ক পবিরহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে বিবিআইএন ফ্রেন্ডশিপ মোটর র‌্যালি সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি।


 
ওবায়দুল কাদের বলেন, ডিসেম্বরে সড়ক সংস্কার ও অন্যান্য সব প্রস্তুতি সম্পন্ন করে জানুয়ারিতে চার দেশের মধ্যে যান চলাচল শুরু করতে পারবো। যাত্রীবাহী, পণ্যবাহী ও ব্যক্তিগত যান চলাচলের বিভিন্ন বিষয়াদি চূড়ান্তকরণে আগামী ৩-৪ ডিসেম্বর কলকাতায় এ সংক্রান্ত সভায় মাশুল, নিরাপত্তা ইত্যাদি ঠিক করা হবে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দেশের সড়ক যোগাযোগের উদ্যোক্তা জানিয়ে মন্ত্রী বলেন, দেশ ও জাতির স্বার্থে এই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। জনসাধারণকে ভোগান্তির জন্য করা হচ্ছে না। এটা স্থাপিত হলে অর্থনৈতিকভাবে লাভবান হবে বাংলাদেশ।
 
ভারত সরকার নেপালের ওপর অনানুষ্ঠানিক অবরোধ আরোপে সড়ক যোগাযোগে কোনো বাধা হবে না বলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান মন্ত্রী।
 
১-৩ নভেম্বর ভারত কার্গো ট্রায়াল রান সম্পন্ন করেছে। ট্রায়াল রানে ২টি গাড়িতে ৪ জন সদস্য অংশ নেন। বাংলাদেশ চলতি মাসেই ট্রায়াল কার্গো রান পরিচালনা করবে। এ লক্ষ্যে মনোনীত অপারেটর মেসার্স নজরুল ট্রান্সপোর্ট এজেন্সি প্রস্তুতি নিয়েছে বলেও জানান মন্ত্রী।
 
চার দেশের সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে সব প্রক্রিয়া শেষে গত ১৪ নভেম্বর ভারতের ওড়িশা প্রদেশের ভুবনেশ্বরে বিবিআইএন ফ্রেন্ডশিপ মোটর র‌্যালির উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি ডি এইচ ওয়াগহেলা ও বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তি, ভুবনেশ্বরের মেয়র, কেন্দ্রীয় লোকসভা ও বিধানসভার সদস্যসহ অনেকে উপস্থিত ছিলেন।
 
ওবায়দুল কাদের জানান, ১৫ নভেম্বর র‌্যালির যাত্রা শুরু করা এই র‌্যালি ১৮ দিনব্যাপী ৪ হাজার ২২৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। ইতিমধ্যে প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার অতিক্রম করে সিকিমের রাজধানী গ্যাংটক শহরে অবস্থান করছে র‌্যালি।
 
ভারত সরকারের মনোনীত র‌্যালির আয়োজক প্রতিষ্ঠান কলিঙ্গ মোটর স্পোর্টস ক্লাবের ২০টি গাড়িতে বাংলাদেশ, ভুটান, নেপাল ও ভারতের প্রায় ৮০ জন প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন।
 
বাংলাদেশ প্রতিনিধি দলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপসচিবের নেতৃত্বে এনবিআর, সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটিসি, এফবিসিসিআই এবং সাংবাদিক প্রতিনিধিরাও রয়েছেন।
 
বিবিআইএন ফ্রেন্ডশিপ র‌্যালিটি ২০ নভেম্বর ভুটানের ফুয়েন্টসোলিং, ২১-২২ নভেম্বর থিম্পু, ২৪ নভেম্বর ভুটানের মঙ্গার, ২৫ নভেম্বর আসামের গৌহাটি, ২৬ নভেম্বর শিলচর, ২৭ নভেম্বর আগরতলা হয়ে ২৮ নভেম্বর ফেনীর বিলোনিয়া সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
 
র‌্যালিটি ২৮ নভেম্বর চট্টগ্রামে অবস্থান করবে এবং ২৯ নভেম্বর সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ৩০ নভেম্বর সোনারগাঁও হোটেলে বিবিআইএন এমভিএ সম্পর্কিত একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশে অবস্থানকালে র‌্যালির সদস্যদের সরকার অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হবে।
 
১ ডিসেম্বর সকালে ঢাকা থেকে র‌্যালিটি ভারতের কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করে ওই দিন সন্ধ্যায় বেনাপোল সীমান্ত অতিক্রম করবে। ২ ডিসেম্বর ভারতের কলকাতায় একটি সেমিনার অনুষ্ঠানের মধ্য দিয়ে র‌্যালি শেষ হবে।
 
চার দেশের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ ও সংহত করার লক্ষ্যে চলতি বছরের ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে বিবিআইএন দেশসমূহের পরিবহন মন্ত্রীদের সভায় বিবিআইএন এমভিএ সই হয়।
 
বিবিআইএন এমভিএ বাস্তবায়নের অংশ হিসেবে প্রস্তাবিত প্রটোকল চূড়ান্ত করতে গত ৮-৯ সেপ্টেম্বর ঢাকায় একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় যাত্রীবাহী এবং পণ্যবাহী পরিবহনের ট্রায়াল রান এবং বিবিআইএন ফ্রেন্ডশিপ মোটর র‌্যালি অনুষ্ঠানের সময়, সম্ভাব্য রুট ইত্যাদি বিষয়ে একমত হয়।
 
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫/আপডেট: ১২২৯ ঘণ্টা
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।