ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নূর হোসেনকে কারাগারে জিজ্ঞাসাবাদ করবে দুদক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
নূর হোসেনকে কারাগারে জিজ্ঞাসাবাদ করবে দুদক ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে জেলকোড মেনে কারাগারে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মাসিক ব্রিফিংয়ে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির প্রতিরোধ ও গবেষণা বিভাগের মহাপরিচালক ড. শামসুল আরেফিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।



এ সময় আরও উপস্থিত ছিলেন দুদকের পরিচালক নূর আহমেদ, বেলাল হোসেন ও উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

ড. শামসুল আরেফিন বলেন, সম্পদের তথ্য চেয়ে আমরা জেল সুপারের মাধ্যমে নূর হোসেনের কাছে নোটিশ পাঠিয়েছি। তার জবাব পাওয়ার পর পর্যালোচনা করে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

গত মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এ নোটিশ পাঠায় দুদক। নূর হোসেনের পাশাপাশি নারায়ণগঞ্জে তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়েও নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাত কর্ম দিবসের মধ্যে দুদকের কাছে সকল স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দিতে বলা হয়েছে।

নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার পর তাকে রিমান্ডে নেওয়ার আবেদন না করায় পুলিশের বিরুদ্ধে নানা সমালোচনা হচ্ছে। রিমান্ডে নেওয়া যাবে কি যাবে না- এ বিষয়েও বিতর্ক হচ্ছে। এর মধ্যেই দুদক তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানায়।

দুদকের পরিচালক নুর আহমেদ বেসিক ব্যাংক সংক্রান্ত ওপর এক প্রশ্নের উত্তরে বলেন, ঋণ জালিয়াতির ঘটনায় আমরা ৫৬টি মামলা করেছি। মামলা পরবর্তী তদন্ত চলছে। তদন্তে পরিচালনা পর্ষদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে বা দালিলিকভাবে অপরাধ প্রমাণিত হলে চার্জশিটে আসামি করা হবে।

সংবাদ সম্মেলনে গত মাসের মামলা, চার্জশিটসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এডিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।