ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জমি দখল কেন্দ্র করে তানোরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
জমি দখল কেন্দ্র করে তানোরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

রাজশাহী: রাজশাহীর তানোরে জমি দখল কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।



নিহত ব্যক্তির নাম খায়রুল ইসলাম (৪৫)। তিনি তানোরের চাপড়া এলাকার বাসিন্দা। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে আটক করতে পারেনি।

এ ঘটনায় খায়রুলের আরও দুই ভাই গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- নূরুল ইসলাম (৫০) ও সাইদুর রহমান (৪০)। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সকালে বোন জামাই ও ভাগ্নেদের হামলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহতরা।

তারা জানান, সকালে তারা তিন ভাই আলুর জমিতে আইল বাঁধতে যান। এসময় বোনের স্বামী আজিম আলী ও তার ছেলেরা গিয়ে খাইরুল, নূরুল ইসলাম ও সাইদুর রহমানের ওপর হামলা চালায়।

তারা খাইরুলকে ধারালো হাসুয়া দিয়ে গলায় কোপ দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।  

এছাড়াও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় অপর দুই ভাইকে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে আজিমসহ তার ছেলেরা পালিয়ে যায়। পরে তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন।  

রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছেন জমি দখল কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে নিহতের পরিবার মামলা করবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর  ১৯, ২০১৫
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।