ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষতার প্রতিযোগিতায় অংশ নিল শতাধিক শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
দক্ষতার প্রতিযোগিতায় অংশ নিল শতাধিক শিক্ষার্থী

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) গ্রীন প্লাজায় ডিপ্লোমা শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার অংশ হিসেবে ‘স্কিলস কম্পিটিশন-২০১৫ এর উদ্বোধন হয়েছে। শনিবার দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নেন রাজশাহী অঞ্চলের শতাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা।



এর আগে শনিবার সকালে নগর ভবনের গ্রীন প্লাজা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে গিয়ে শেষ হয়। পরে নগর ভবনে স্কিলস কম্পিটিশন’র উদ্বোধন করেন রাজশাহী কারিগরি শিক্ষা বোর্ডের প্রকল্প পরিচালক শামসুল আলম। এ সময় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ আলী আকবর খানসহ রাজশাহীর ৮টি কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন।

এদিকে, স্কিলস কম্পিটিশনে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন স্টল। এসব স্টলে প্রযুক্তি এবং কারিগরি শিক্ষার নানা ইনোভেশনের ব্যখ্যা দেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং জনসচেতনতা বৃদ্ধিতে এর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তরা।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।