ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কেশবপুরে হা-ডু-ডু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
কেশবপুরে হা-ডু-ডু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়ায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত আট দলীয় প্রতিযোগিতায় পাথরঘাটা প্রথম, সাতবাড়িয়া দ্বিতীয়, চুকনগর তৃতীয় ও আলতাপোল চতুর্থ স্থান অধিকার করেছে।



এছাড়াও কেশবপুরের রামচন্দ্রপুর, হাড়িয়াঘোপ, হাড়ুয়া ও বেতগ্রাম দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

হা-ডু-ডু প্রতিযোগিতা দেখতে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ পাঁজিয়া পশ্চিমপাড়া খেলার মাঠে ভিড় জমায়। এছাড়াও খেলাকে কেন্দ্র করে অর্ধশত ভ্রাম্যমাণ দোকান-পাট আসে স্কুল মাঠে।
 
হা-ডু-ডু প্রতিযোগিতা আয়োজক কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ বাংলানিউজকে জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা বিলুপ্ত হতে চলেছে। তবে গ্রামের খেটে-খাওয়া মানুষের বিনোদন যোগাতে পাঁজিয়া পশ্চিমপাড়া যুবসংঘ এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে গোটা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আট দলের প্রত্যেক দলে ছয়জন করে হা-ডু-ডু খেলোয়াড় অংশ নেয়।

খেলা শেষে প্রথম স্থান অধিকারী পাথরঘাটা দলকে একটি রঙিন ফ্রিজ, দ্বিতীয় স্থান অধিকারী সাতবাড়িয়া দলকে একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন, তৃতীয় স্থান অধিকারী চুকনগর দলকে একটি টেবিল ফ্যান ও চতুর্থ স্থান অধিকারী  আলতাপোল দলকে একটি মোবাইল ফোন পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচএম আমীর হোসেন, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা মাস্টার মকবুল হোসেন ও সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।