ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় আঞ্চলিক স্কিলস প্রতিযোগিতা ও সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
খুলনায় আঞ্চলিক স্কিলস প্রতিযোগিতা ও সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: কারিগরী শিক্ষার গুণগত মানোন্নয়ন, সম্প্রসারণ ও জনপ্রিয়তা বাড়াতে খুলনায় আঞ্চলিক ‘স্কিলস কম্পিটিশন-২০১৫ ও সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) খুলনা জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।



কারিগরী শিক্ষা অধিদফতরের ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’ এর আওতায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে কারিগরী শিক্ষার অগ্রগতির বিকল্প নেই। বাংলাদেশ জিডিপি, খাদ্য উৎপাদন, মোবাইল ও ইন্টারনেট ব্যবহার ইত্যাদি বিষয়ে অনেক দূর অগ্রসর হলেও জ্ঞান-বিজ্ঞান চর্চায় এখনও অনেক পিছিয়ে।

তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরী শিক্ষকদের আরও ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে শ্রেণিকক্ষে বেশি বেশি পরীক্ষা নিতে হবে। শিক্ষকদের রোল মডেল হতে হবে।   একজন কম মেধাবী শিক্ষার্থীকেও সঠিক পরিচর্যার মাধ্যমে বিকশিত করা যায়।

এসময় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করতে শিক্ষকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি আকর্ষণীয় উপস্থাপনার উপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন, কারিগরী শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব ড. শেখ আলমগীর হোসেন এবং খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মো. নুরুন্নবী মোল্লা।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ওজোপাডিকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন।

সেমিনারে খুলনা বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ/প্রতিনিধি, শিক্ষক, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা অংশ নেন।

অন্যদিকে কালেক্টরেট প্রাঙ্গণে খুলনা বিভাগের ১৪টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আঞ্চলিক ‘স্কিলস কম্পিটিশন-২০১৫’। এতে ১৪টি স্টল অংশ নেয়।

এ উপলক্ষে সকালে নগরীর শিববাড়ী মোড় থেকে কালেক্টরেট প্রাঙ্গণ পর্যন্ত প্রধান অতিথির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এমআরএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।