ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মায় টহল দিচ্ছে নৌ পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
পদ্মায় টহল দিচ্ছে নৌ পুলিশ

রাজবাড়ী: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের মরদেহ পাটুরিয়া-দৌলতদিয়া হয়ে পারের সময় নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা নদীতে টহল দিচ্ছে নৌ পুলিশ।

দৌলতদিয়া ঘাটে থাকা রাজবাড়ী ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট কাজী আব্দুল কুদ্দুস জানিয়েছেন, রাজবাড়ীর পুলিশ সুপার জিয়াদুল কবির ঘাটে অবস্থান করছেন।

সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন।

পদ্মায় নৌ পুলিশের টহলের পাশাপাশি দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহ জালাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল আলম ঘাটে অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ০৪৩৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।