ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁ শহরের বাইপাস সড়কে তুলসীগঙ্গা ব্রিজ মোড়ে সেনাবাহিনীর একটি জিপের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার  মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (১৬) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অটোরিকশার আরো দুই যাত্রী।



রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আব্দুল্লাহ নওগাঁ সদর উপজেলার চক-গোবিন্দপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। সে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া হাফেজিয়া মাদ্রাসায় পড়ালেখা করতো।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শীতকালীন মহড়ার জন্য বগুড়া সেনানিবাস থেকে বেশ কয়েকটি গাড়ির একটি বহর নওগাঁর মহাদেবপুরে যাচ্ছিলো। এ সময় নওগাঁ বাইপাস সড়কের তুলসীগঙ্গা ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে একটি জিপের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

এ বিষয়ে বগুড়া সেনানিবাসের মেজর শাহেদ বাংলানিউজকে জানান, অটোরিকশাটি মূল সড়কের রং সাইড দিয়ে চলার কারণে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় সেনা জিপ ও তাদের লোকজনের কোনো ক্ষতি হয়নি।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দুপুর ১টা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।