ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফাঁসির রায় কার্যকরে বরগুনায় মিষ্টি বিতরণ-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
ফাঁসির রায় কার্যকরে বরগুনায় মিষ্টি বিতরণ-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করায় বরগুনায় মিষ্টি বিতরণ ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা।

রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে মিষ্টি বিতরণ ও সমাবেশ করেন সেক্টর কমান্ডা‘স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১’ বরগুনা জেলা শাখার নেতারা।

 

সেক্টর কমান্ডার‘স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১’ বরগুনা জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন মনোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওয়ালিউল্লাহ অলি প্রমুখ।

সমাবেশে বক্তারা মানবতাবিরোধী অপরাধের অন্যতম দুই আসামির ফাঁসির রায় কার্যকর করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ সময় বাকি সব যুদ্ধাপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে ইতিহাসকে কলঙ্কমুক্ত করার দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।