ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল কাস্টমসের ৩ কর্মকর্তা-কর্র্মচারী ওএসডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
বেনাপোল কাস্টমসের ৩ কর্মকর্তা-কর্র্মচারী ওএসডি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): ঘুষ বাণিজ্যের মাধ্যমে রাজস্ব ফাঁকিতে সহযোগিতার অভিযোগে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ও কাস্টমস হাউজের তিন কর্মকর্তা-কর্মচারীকে ওএসডি (অফিসার্স অন স্পেশাল ডিউটি) করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানা যায়।



এরআগে বুধবার (১৮ নভেম্বর) তাদের বেনাপোল চেকপোস্ট কর্মস্থল থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

অভিযুক্তরা হলেন, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ও কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা এ কুদ্দুস, জমির উদ্দিন ও সেপাই ইলিয়াস।

সূত্র জানায়, বেনাপোল চেকপোস্ট কাস্টমস থেকে কুরিয়ার সার্ভিসের একটি চালান শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ছাড় করাতে সহযোগিতা করান অভিযুক্তরা। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ আসলে তিনি প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পান। এরপর তদন্তের স্বার্থে অভিযুক্তদের কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়। তদন্ত শেষে রোববার তাদের ওএসডি করা হয়।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ও কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা (সুপার) সরনিকা চাকমা।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।