ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় এফপিএবি’র প্রচার ও সেবা সপ্তাহ উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
বগুড়ায় এফপিএবি’র প্রচার ও সেবা সপ্তাহ উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) প্রচার ও সেবা সপ্তাহ-২০১৫ উদযাপন। এই উপলক্ষে এফপিএবি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


 
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের সেউজগাড়ি তিনমাথা এলাকায় সংগঠনের কার্যালয় থেকে এ শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
 
পরে সংগঠনের কার্যালয়ে এফপিএবি’র সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় বগুড়া-১ আসনের সংসদ সদস্য (এমপি) নুরুল ইসলাম ওমর, পৌরসভার মেয়র অ্যাডভোকেট মাহবুবর রহমান, জেলা কর্মকর্তা ডা. মামুনুর রশিদ মঠি প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এমবিএইচ/ওএইচ/বিএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।