ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী শামীম গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
বগুড়ায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী শামীম গ্রেফতার ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়া সদর উপজেলার হাকিরমোড় স্নিগ্ধা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামি সন্ত্রাসী শামীম সেখ ওরফে হাতকাটা শামীমকে (৩৭) গ্রেফতার করেছে র‌্যাব।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, তরবারি ও ড্যাগার উদ্ধার করা হয়।


 
রোববার (২২ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়, শনিবার (২১ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অস্ত্র-গুলিসহ শামীমকে গ্রেফতার করে। শামীম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়।   
 
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এমবিএইচ/ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।