ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাকা-মুজাহিদের ফাঁসিতে কুবিতে আনন্দ মিছিল

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
সাকা-মুজাহিদের ফাঁসিতে কুবিতে আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুবি: একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের(সাকা) চৌধুরীর ফাঁসি কার্যকর করায় আনন্দ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ।

রোববার (২২ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা এ আনন্দ মিছিল বের করে।



এসময় মিছিলে উপস্থিত ছিলেন- কুবির ছাত্রলীগ নেতা মো. ইলিয়াস হোসেন সবুজ, কুবি শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আলিফ, সেক্রেটারি রেজা-ই-এলাহীসহ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কুবির ছাত্রলীগ নেতা মো. ইলিয়াস হোসেন সবুজ বলেন. যুদ্ধাপরাধীদের বিচারে দেশ কলঙ্কমুক্ত হচ্ছে। আশা করি  অল্প সময়ের মধ্যে অন্য যেসব যুদ্ধাপরাধী রয়েছে তাদের বিচার শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।