ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলা

বাড়ি-ঘর ভাঙচুর-লুটপাট, ৩০ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
বাড়ি-ঘর ভাঙচুর-লুটপাট, ৩০ লাখ টাকার ক্ষতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা ও ল‍ুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় কমপক্ষে ৫টি বাড়ি-ঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

 

রোববার (২২ নভেম্বর) সকাল ৬টার দিকে পৌর এলাকার রানীগ্রাম মধ্যপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

ঘণ্টাব্যাপী এ তাণ্ডবে কমপক্ষে ৩০ লাখ টাকার মালামাল লুট ও ক্ষয়ক্ষতি করা হয়েছে। ঘটনার পর পুলিশ ওই এলাকা থেকে ৪ জনকে আটক করেছে।

এরা  হলেন- রানীগ্রাম মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে শরিফ (৩০), আফসার আলীর ছেলে রফিকুল (৩৪), শহিদুল ইসলামের ছেলে রাজিবুল (২০) ও ও আজগর আলীর ছেলে শফিকুল (৪৮)।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানায়, প্রায় বছরখানেক আগের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার আব্দুল আওয়ালের সঙ্গে স্থানীয় ওয়ার্ড যুবলীগ সভাপতি গোলাম মোস্তফা (বোম) গ্রুপের বিরোধ চলে আসছিল।

শুক্রবার (২০ নভেম্বর) গোলাম মোস্তফা (বোম) গ্রুপের যুবক কামরুল ইসলামকে মারধর করার ঘটনায় আব্দুল আওয়াল গ্রুপের ২৯ জনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়।

শনিবার রাতভর ওই মামলার আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলায় তারা পালিয়ে থাকেন। এ সুযোগে রোববার সকালে গোলাম মোস্তফা (বোম) প্রায় অর্ধশতাধিক লোকজন নিয়ে আব্দুল আওয়াল গ্রুপ সমর্থক ও আওয়ামী লীগ কর্মী আব্দুল কুদ্দুস চিকু, সেলিম রেজা, শফিকুল ইসলাম, মিজানুর রহমান মজনু, নাদিম, আলীম এবং হালিমের বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাড়িতে থাকা নারীরা ভয় পেয়ে পালিয়ে যান।

আব্দুল কুদ্দুসের স্ত্রী মাজেদা বেগম জানান, তার একটি ঘর সম্পূর্ণ ভাঙচুর করা হয়েছে। ঘরে থাকা আলমারী, শো-কেস, নগদ টাকা ও স্বর্ণলঙ্কারসহ দু’টি ট্রাঙ্ক এবং টিউবওয়েল লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এতে তাদর প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়।

মিজানুর রহমান মজনুর স্ত্রী নাজমা বেগম, সেলিম রেজার স্ত্রী আকলিমা বেগম ও রফিকুলের স্ত্রী সালমা বেগম জানান, তাদের বাড়ি থেকে একটি গরু, দু’টি ছাগল, আলমারী ও শো-কেসে থাকা আসবাবপত্র লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ডা. মাহবুবুল আলম জানান, বোম মোস্তফার নামে থানায় একাধিক মামলা থাকলেও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

এ ব্যাপারে গোলাম মোস্তফা (বোম) জানান, এর আগে কাউন্সিলর মাহবুব আলম গ্রুপের লোকজন তাদের বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে ও আমাদের ছেলেদের মারধর করেছে। এরই জের ধরে আজকের এ ঘটনা ঘটেছে।

সদর থানার উপ-পরিদর্শক সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

ওসি হাবিবুল ইসলাম জানান, রানীগ্রামে দু’টি গ্রুপের সংঘর্ষ দীর্ঘদিন ধরে চলে আসছে। এ নিয়ে বেশ কয়েকবার পাল্টপাল্টি মামলাও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।