ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দেশের উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগ প্রয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
দেশের উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগ প্রয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, একটি দেশে সরকারের একার পক্ষে সবকিছু ঠিক করে দেওয়া সম্ভব নয়। এজন্য ব্যক্তি উদ্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে।



তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  দেশে স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তন ঘটেছে। বর্তমানে কমেছে মাতৃ ও শিশুমৃত্যুর হার, বেড়েছে মানুষের গড় আয়ু।

রোববার (২২ নভেম্বর) দুপুর ২টায় বরিশাল মেডিকেল কলেজ অডিটরিয়ামে স্বেচ্ছাসেবী সংগঠন মেডিসিন ক্লাবের ১৮তম সেন্ট্রাল কনফারেন্স-২০১৫ তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমু আরো বলেন, মেডিসিন ক্লাবের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে একত্রিত হয়ে দেশ উন্নয়নের কাজে এগিয়ে আসতে হয়েছে। মেডিসিন ক্লাবের গত ১ বছরে ৪ হাজার ৪৭৭ জন রোগীকে রক্তদান ও থেলাসেমিয়া রোগীদের পাশে দাঁড়ানোকে মহতি উদ্যোগ উল্লেখ করে তিনি যেকোনো  প্রয়োজনে এ প্রতিষ্ঠানকে সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ বির্নিমাণ আমাদের সরকারের রাজনৈতিক অঙ্গীকার। প্রধানমন্ত্রী ২০২১ সালের মধ্যে শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার রুপকল্প ঘোষণা  করেছেন। তিনি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত করে দেওয়ার সপ্ন নিয়ে কাজ করছেন।

তিনি বলেন, স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ও গুণগত পরিবর্তন আনতে সরকার জাতীয় স্বাস্থ্যনীতি-২০১২ প্রণয়ন করেছে। ফলে ২০০৭ সালে যেখানে প্রতি হাজারে শিশুমৃত্যুর হার ছিল ৬৫, বর্তমানে কমে ৩৬ হয়েছে। মাতৃমৃত্যুর হার ২০০১ সালে ছিল প্রতিলাখে ৩২০ জন, বর্তমানে ১৯৪ তে নেমে এসেছে।

বর্তমান দেশের ৮০ ভাগ শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ আরো বক্তব্য রাখেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা, হাসপাতালের পরিচালক ডা. নিজামউদ্দিন ফারুকসহ মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় কমিটির নেতারা।

এ সময় মেডিকেল কলেজের শিক্ষক ও মেডিসিন ক্লাবের বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।