ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দুদিন বিরতির পর অধিবেশন শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
দুদিন বিরতির পর অধিবেশন শুরু

জাতীয় সংসদ ভবন থেকে: টানা দুই দিন সাপ্তাহিক ছুটি শেষে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের ১১তম কার্য দিবস শুরু হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।



এদিনের কার্য বিবরণীতে পাসের জন্য রাখা হয়েছে তিনটি বিল। বিল তিনটি হলো, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) বিল, ২০১৫, উপজেলা পরিষদ (সংশোধন) বিল, ২০১৫ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল, ২০১৫। তিনটি বিলই পাসের প্রস্তাব করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

দলীয় মনোনয়নে স্থানীয় সরকার নির্বাচনের বিধান রেখে বিল তিনটি পাস করা হবে। এর মধ্য দিয়ে প্রথম বারের মতো দেশে স্থানীয় সরকারের সবগুলো নির্বাচনে রাজনৈতিক দলের ব্যানারে প্রার্থীরা প্রতিদ্বন্ধিতা করার সুযোগ পাবেন।

এছাড়া মানিলন্ডারিং প্রতিরোধ (সংশোধন) বিল, ২০১৫ পাস হওয়ার কথা রয়েছে। এর বাইরে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল, ২০১৫ উত্থাপনের কথা রয়েছে।

দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন শুরু হয় ৮ নভেম্বর। অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৩ নভেম্বর চলতি অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।

তবে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চলতি অধিবেশনের মেয়াদ কিছুদিন বাড়তে পারে। জানা গেছে আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত চলতি অধিবেশন চলতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।